গজঘন্টা আইকন পাবলিক স্কুল

গজঘন্টা, গংগাচড়া , রংপুর

স্থাপিতঃ ২০১৭ খ্রীঃ

প্রতিষ্ঠানের ইতিহাস

গজঘন্টা আইকন পাবলিক স্কুলটি ২০১৭ সালে প্রতিষ্টিত হয়। প্রথমে গজঘন্টার গ্রামীন ব্যাংক এর সামনে একটি একটি ছোট ভবনে অল্প কয়েকজন শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হয় । পরবর্তীতে স্থান পরিবর্তন করে ওয়ায়েছুল আম্বিয়া সাহেবের ভাড়াকৃত জমিতে সুবিস্থৃত ক্যাম্পাসে এর কার্যক্রম চলছে । বিদ্যালয়টির লক্ষ্য ছিল গ্রাম পর্যায়ে শহরের শিক্ষা বাস্তবায়ন করা এবং ধনী গবীর ভেদাভেদ ভুলে সকল শিশুর জন্য সুশিক্ষার ব্যবস্থা করা । সময়ের সাথে সাথে বিদ্যালয়টির ছাত্র/ছাত্রী বৃদ্ধি পেয়ে আজকের এই অবস্থানে পৌছায়েছে । বিদ্যায়টিতে বর্তমানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী এবং ২০ জন শিক্ষক কর্মচারী রয়েছে । বিদ্যালয়টিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেমন আধুনিক শ্রেণিকক্ষ,খেলার মাঠ, এবং ইনডোর ও আউটডোর একটিভিটিজ ব্যবস্থা । বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছে ,যেমন গান,নাছ,নাটক ইত্যাদিতে। এটি আজ একটি সুপরিচিত শ্কিষ প্রতিষ্টান,যা শিক্ষার্থীদের শখ,আগ্রহ এবং দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে ।

প্রধান শিক্ষকের বাণী

গজঘন্টা আইকন পাবলিক স্কুলটি গজঘন্টার প্রাণকেন্দ্রে ছায়াঘেরা মনোরম পরিবেশে অবস্থিত একটি আদর্শিক প্রতিষ্টান যা অত্র এলাকার প্রাতিষ্টানিক আইকন । আমরা আমাদের প্রতিষ্টানের মাধ্যমে এলাকার পড়াশুনার গুনগত মান বৃদ্ধি সহ দেশের মানব সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ন অবদান রাখছি । প্রিয় ছাত্রছাত্রীগণ, শিক্ষক-শিক্ষিকাগণ ও অভিভাবকগণ, আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের স্বাগতম জানাই। আমরা সকলেই একত্রে শিখতে, বেড়ে উঠতে ও সমৃদ্ধি অর্জন করতে এখানে সমবেত হয়েছি। আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল ছাত্রদের একাডেমিক উৎকর্ষতার পাশাপাশি তাদের মানবিক গুণাবলী, নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা বিকাশ করা এবং তার এলাকার সেরা আইকন হওয়া। শিক্ষা একটি নিরন্তর প্রক্রিয়া, যা শুধু পুস্তকেই সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের শেখার সুযোগ আসে। তাই আমি সকলকে অনুরোধ করছি, নিজেদের সেরাটা দিতে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক মানসিকতা ও শ্রদ্ধাশীল মনোভাব পোষণ করতে। আমাদের প্রতিষ্ঠানে শৃঙ্খলা, পরিশ্রম এবং সততার মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতের উন্নত নাগরিক হিসেবে নিজেদের তৈরি করব। ছাত্রছাত্রীদের প্রতি আমার প্রত্যাশা, তারা যেন একে অপরকে সহায়তা করে, সহানুভূতি ও সহমর্মিতার মাধ্যমে সমাজে সাফল্য অর্জন করে। আমরা সকলেই একসঙ্গে একে অপরকে অনুপ্রাণিত করে এগিয়ে চলব এবং সফলতার পথে পথচলা শুরু করব। ধন্যবাদ।

পরিচালকের বাণী

প্রথমে আমার সালাম গ্রহন করবেন ( আসসালামু আলাইকুম) বর্তমান বিশ্বে শিক্ষার যে ঝড় উঠেছে তাতে সুশিক্ষা অর্জনের বিকল্প নেই। কারণ শিক্ষার হার বাড়লেও শিক্ষার হার বাড়লেও শিক্ষার গুনগত মান নিয়ে আমরা সকলেই শংকিত। তাই আমরা সুশিক্ষা অর্জন ও গুনগত মানেই ব্যাপারে নিজেদেরকে শতভাগ এগিয়ে নিচ্ছি । তাই আমরা পুরাতন নয়, নতুনের স্পর্শ নিয়ে বাস্তব সমস্যাগুলোকে ছুড়ে ফেলে প্রতিটি শিক্ষার্থীকে ঐ স্থানের আইকন বা সকলের অনুকরনীয় বানানে গজঘন্টা আইকন পাবলিক স্কুল সর্বদা প্রস্তুত। আমরা সামনের দিকে বেগমান ,পিছু হাটার নয় । সুধীসমাজ ও গুনীজনদের দোয়া নিয়ে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে এলাকার আইকন তৈরি করে আপনাদের স্বপ্ন পূরণ করব ইনশা আল্লাহ ।